বন্দিনী
বন্দিনী আমি,বন্দিনী তুমি
নিয়ম,সম্পর্কের বেড়াজালে।
সমাজ তোমাকে শিকল
পড়িয়ে রাখবে ছলাকলায়।
চটক তোমার দেখাবে সবাই
বদ্ধ ঘরে বন্দী মানসিকতায়।
বদ্ধ মনের দরাজ খুলে
পাবে কি তুমি মুক্ত মনের
মুক্ত বাতাস নিতে?
নিশ্বাসও যে আজ বন্দী লাগে
ভীষণ বাঁধনের জেরে।
সব বেড়াজাল সব বদ্ধদুয়ার
পারবে কি ভেঙে ফেলতে?
মুক্তির স্বপ্নে প্রাণ অষ্টাগত
বন্দিনী আজও যে তুমি।