ভাবতে পারো ইচ্ছে যত, কল্পনা নয় বদ্ধ,
বাস্তবতার শিক্ষাক্রম, করেছে তোমায় রুদ্ধ..!!

ভাবতে পারো শক্তি-আলো, ভাবতে পারো কতো..!!
ভাবনার এই জগৎ টা ভাই, নয়তো সীমাবদ্ধ।

বিজ্ঞান মোদের ঘুচায় আধার, আনে নতুনত্ব,
মন খুলে ভাই ভাবতে হবে, বিজ্ঞানেরই শর্ত।

ভাবতে পারো মারলে কেনো পাও যে নিজেই ব্যাথা,
সেই ভাবনায় পাবে খুঁজে প্রতিক্রিয়ার কথা।

ভাবতে পারো গতিশীল বস্তু, যায় কেনো ভাই থেমে..??
সেই ভাবনায় জানতে পারো কিছু, ঘর্ষন নামে।

ঘর্ষনের জ্ঞান কাজে লাগিয়ে বানিয়ে ফেলো চাকা,
যাতায়তই হয় না এখন, সেই চাকার গাড়ি ছাড়া।

এখন ভাবো আগুন-পানি, কে কোন-দেশের চিল,
সেই ভাবনায় পেতে পারো আগুন-পানির মিল...!!!

আগুন-পানির চির শত্রু, এই তো মোরা জানি,
সাগর তলেই থাকে আবার, সেই আগুনের খনি.....!!

কত কিছু জানার বাকি, বিশ্ব জগত মাঝে,
ভেবে ভেবেই জানবো মোরা পুরো জগৎটাকে..!!