হাওয়ায় দেখো, দুলছে পাতা;
মায়ের সাথে, পাখির ছানা;
মেলছে ডানা—
উড়তে হবে,
পথ অজানা।

মা বলে, ছাঁ:
আজ আর না;
কালকে আবার,
আজ ঘরে যা।

ছাঁ বলে, মা;
রাগ করে না—
আর কিছুক্ষণ,
উড়তে দাও না।

ভাসছে, দেখো মেঘের ভেলা;
তাদের সাথে করবো খেলা;
শিখতে হবে, চলবে না হেলা—
আর কিছুক্ষণ, শিখতে দাও না।

উড়তে শিখলেই হবে রাজি;
করেছে চ্যালেঞ্জ, পাইলট পাজি;
শিখে যাবো, আজি-কালি;
বিমানের সহিত, ধরেছি বাজি।

নাহিকো, যদি শিখি মাগো;
কেমনে, খুঁজবো দানা?
স্বপ্নের পথে, কেমনে মাগো?
মেলবো আমি, ডানা।

ঝড়ের হাওয়া বইবে, যখন;
ভাঙ্গবে বাসা, কাচের মতন;
উড়তে, যদি না পারি মা,
কেমনে বাঁচবো তখন?

করবে ধাওয়া, ঈগল যখন;
পায়ে তাহার নখর-চপল—
শিখতে হবে, বাঁচতে ধরায়;
করতে, জীবন যাপন।

উড়তে মাগো, স্বপ্নের পথে;
শিখতে হবে মোদের।
শিখতে হবে, বাঁচতে মাগো,
প্রতিকূলতা হতে ঝড়ের।