ভাঙলো ঘুম, শুনিয়া অপরূপ কণ্ঠ,
বুঝিলাম, এসেছে ধরায় বসন্ত...!!
কিন্তু, কে গাহিতেছে এমন গান...??
যাহার কণ্ঠে, মুগ্ধ সবার প্রাণ..।।
যে কণ্ঠ হীন,
পায় না পূর্ণতা ঋতুরাজ,
যে কণ্ঠে মুখরিত সারাদিন,
পৃথিবী গ্রহণ করে নতুন সাজ..!!
ভাবিলাম মনে, সে বস্তু সৌন্দর্যেও কি এমনি...??
যাহার কণ্ঠে, আনন্দের সংকেত পায় ধরণী..!!
হইলাম বাহির, হইয়া তাহার রূপের সন্ধানী,
হঠাৎ চোখে পরিল গাছের ডালে, ওটা কি..!!
কণ্ঠে যাহা জ্বালিয়ে দিলো হাজার মনে আলো,
হায়, রুপ কি তাহার এমনই কুৎসিত কালো...!!
কিন্তু পারিলাম না আর ফিরতে, রাখিয়া তাহারে বনে,
তাহার সুর যে গেথে মোর গেছে মনে....!!!
মনে তখন একটাই বাক্য ভেসে বেড়ায়,
সত্যিই, "রূপে নয় গুণে পরিচয়"...!!!