সেদিন, গগনে ঘন মেঘ ছিলো না,
সুবিস্তীর্ন মাঠটাতে সবুজ ও ছিলো না ,
ছিলো একখানা পতিত কুড়েঘর
আমি জানালার পর্দা টানিয়ে ঝিমোচ্ছিলাম
সহসা, একটা সূক্ষ আলোকরশ্মি,
বাঁসের বেরা ফাঁক করে
ঘরে আমার প্রবেশ করে
পড়ে থাকা পুরনো সুটকেইস টার উপরে
জ্বলজ্বল করছিলো
চোখে তাহা না দেখিলেও যেনো একটা প্রতিপ্রভা
আমার নয়ন দুটিতে এক অজানা সুর তুলিতেছে
জানালার পর্দা সরিয়ে দেখিনু
শূন্য গগনে উদিত এক নয়া প্রভাত
উদিত হয়েছে এক নয়া দিগন্ত
উদিত হয়েছে একটা নয়া স্বপ্ন
উদিত হয়েছে ঝলসানো রুটি সাইজের একখানা লাল করাত
যাহা দিয়ে কর্তন হবে স্বপ্নের বাধা
জিজ্ঞাসিলাম,
হে রবি
হে প্রভাত
হে দিগন্ত
কি লেখা তোমার এই সূক্ষ কিরণের ঝলমল আলোতে
উত্তরিলো সে ,
ইহা অমাবস্যায় বিষাক্ত সর্পের দীপ্তিমান মনি
ইহা নির্জন দ্বিপ্রহরের নদীর কলকলে ধ্বনি
ইহা সেই নয়া কাব্যিক দিগন্তের প্রভাত
হ্যাঁ, ইহাই আমার "কবিতার প্রভাত"।।