করতে হবে জীবন জয়
মন করেছে পণ
চড়তে হবে হিমালয়
লাগুক যতক্ষণ

দিবো পাড়ি, ঢেউয়ের নদী
সঙ্গী নাহি কেউ
তরী বেয়ে দিলাম পাড়ি
বৈঠা কাড়লো ঢেউ

কি করিবো…?? থামবো তবে…??
জীবন তব থেমে যাবে
ওই পারেতে গাইছে শোনো জীবন জয়ের গান
সেই সুরেতে ভাসতে হবে
মন করেছে পণ

গভীর রাতে অন্ধকারে
নাহিকো হাসে রবী
পাড়ি দিয়ে দেখো-ই না ভাই,
দিচ্ছে আলো শশী

দিচ্ছে আলো তাহার তরে
যে করেছে পণ
অন্ধকার তো তাহার তরে-ই
ভীত ঘরে যেজন

রণক্ষেত্রে নামে যেজন, জীবন বাজি রেখে,
মাহাত্যের “বিজয়” শব্দখানা রচিত তাহার তরে..!!