একটি শব্দের তরে, পৃথিবী পায় রোজ নতুন গতি,
একটি শব্দের তরে, তটে ভেড়ে ফের তরী...!!
একটি শব্দের তরে,
কচি কিশলয় যুদ্ধ করে,
জীবন পরিণত হয় রণক্ষেত্রে,
যে রণক্ষেত্রে যুদ্ধ হয় সময়ের সাথে।
নবীন, কিশোর ঘুমায় না রাত্রে...!!
সময় যে তাকে গুনতে হয় প্রতি মুহূর্তে...!!
সাঁতার দিতে হয় স্রোতের প্রতিকূলে...!!
চোখ যেন না সরে, ধারের কাশফুলে।
যদিও থাকে কোমলতা কাশফুলে, কাব্যময়...!!
তবুও স্রোতের গদ্যময়তা-ই যেন প্রাধান্য পায়...!!
একটি শব্দের তরে,
নির্দ্বিধায়, জীবন উৎসর্গ করে,
কোমলতাকে বিসর্জন করে,
কঠিন্যতাকে আপন করে...!!
একটি শব্দের তরে,
বালক, খেলার মাঠের মায়া সাঙ্গ করে,
দিবা-রাত্রি কাটায় প্রশিক্ষণাগারে,
নাহিকো বিরাম তার, ক্লান্তি অবসাদে...!!
মনে আগ্রহ নিয়ে করিলাম জিজ্ঞাসা,
হে বীর যোদ্ধা...
কেন এতো যুদ্ধের সাজ, তোমার দেহ ভরে...??
হাসিয়া কহিল উত্তরে,
সেই শব্দটির তরে...!!
যারে আপন নামের পাশে বসাবো বলে...!!
সেই শব্দটির তরে,
যা থাকিবে মোর পরিচয়ের শিরোনামে,
যা পড়িলে চোখে,
আপনার পরিচয় সফলতার স্পর্শ পাবে...!!
কি সেই শব্দখানা...??
যাহার অক্ষরে, স্বপ্ন বাঁধে দানা...!!
কহো গো মোরে, করুণা করে...!!
উৎসর্গ তব তুমি কোন শব্দের তরে...??
ইহা তো সেই শব্দ,
যাহার অর্থ, ভিন্ন জনের কাছে ভিন্ন...!!
কেহ বলে,
"ডাক্তার" শব্দটি অর্জন করিবার তরে,
কেহ বলে,
‘ইঞ্জিনিয়ার’ শব্দটি আপন করিবার পথে।
কেহ বা,
সাহিত্যের ভাঁজে শব্দখানা লুকায়,
কেহ বা,
দর্শনশাস্ত্রের পথে মনেরে শুধায়...!!
দেখিতে পাই, নিহিত সকলের মাঝে এক বাক্য,
"সফলতা-ই মানবজীবনের মূল লক্ষ্য।”