হে ফুল, সৌন্দর্য  তোমা কাহার তরে,
কৃষ্ণাঙ্গের  ভ্রমরটি যদি নাহি চাহে তব পাণে,
মিষ্টান্ন তব তোমার কাহার তরে,
নাহিকো ফেরে যদি মধু আহরণে,,

যাহারে   বলিছো   কালো,
তাহাই বাড়ায় তোমার আলো,
ভাবিয়া দেখো না আপন মনে,,,

নাহিকো যদি থাকিতো আধার,
আলোর খোঁজ করিতো কে আর,
আলোর কদর তব চলিত না এ ভুবনে,,

চাহো  গো  যদি  আপন  ভালো,
চেষ্টিত থেকো, ঘুচিতে পরের আলো,
তব  আপন  ভালো  আসিবে  আপনে,,

মূল্য কীরূপ চন্দ্র তোমার..??
রহে না যবে রাতের আধার..!!
কে করে তোমার খোঁজ, রৌদ্র মাখা দিনে..??

জ্যোৎস্নার যত সৌন্দর্য তো সব আঁধারের ছায়াতলে,
জ্যোৎস্না রুপী আবেগী তুমি, সন্ধে যবে নামে...!!!