সাউথ সন্দ্বীপ ডিগ্রি কলেজে,
পড়ায় আমি আইসিটি।
খেলতে ভালো বাসি
গেমস ভাইস  সিটি।

কলেজে আছে চারটি ভবন,
দেখলে করে মাথা বনবন।
কলেজের সামনে বিশাল মাঠ,
সবুজ ঘাসে ভরে থেকে বারোমাস।
মাঠের পাশে বড় পুকুর,
ডুব-সাঁতার দেয় ভর-দুপুর।

সবার প্রিয় কলেজ রে ভাই,
পড়াশোনায় নাই জুরি,
মানতে হবে নিয়ম-কানুন,
নইলে বকা শুনতে হবে ভুরিভুরি।

দুষ্টুমি করলে বকেন স্যার,
এই বকাতেও আছে জ্ঞান।
সাউথ সন্দ্বীপ ডিগ্রি কলেজের
ছাত্র-ছাত্রীরাই প্রাণ।

সব শিক্ষক পড়ায় ভালো,
ছড়িয়ে দেয় জ্ঞানের আলো।
এসো সবাই শপথ করি,
কলেজের সুনাম রক্ষা করি।

     মোঃ কাজল আহমেদ
             প্রভাষক,
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)
   সাউথ সন্দ্বীপ ডিগ্রী কলেজ
         সন্দ্বীপ, চট্টগ্রাম।