তোমার কাজল কালো আঁখি
তাই তো অপলক চেয়ে থাকি।
তোমার চোখের ওই দৃষ্টি
আল্লাহর সুন্দর সৃষ্টি।
তোমার চোখের কামনা,
দূরে থাকা বড়ই যাতনা।
যতবার তাকিয়েছি ওই চোখে,
হারিয়েছি আমি নিজেকে।
দেখে তোমার আঁখির স্নিগ্ধতা
ছড়ায় আমার হৃদয়ে মুগ্ধতা।
তোমার চোখের গভীরতা,
আমার জীবনের স্থবিরতা।
তোমায় দেখে হুর-পরী মেনে নিবে হার,
আর আমি তোমার প্রেমে পড়ব বারবার।
তোমার হাতের ওই তিল
ফুটো করে দেই আমার দিল।
তোমার লম্বা ঘন চুল
ঠিক যেন রজনীগন্ধা ফুল
তোমায় বেসেছি ভালো,
এটাই কি আমার ভুল?