নাইবা ডাকিলে মোরে
পড়ে রব তব দ্বারে,
তুমি এসে নাও তুলে
এই অভাগারে ।
কি জানি – কি হোল
কোথা সব হারালো,
কে যেনো ডাকিল
দিন বুঝি ফুরাল ।
শেষ হয়েও হোল না শেষ
মনে রয়ে কিসের রেশ,
নাইবা ডাকিলে মোরে
পড়ে রব তব দ্বারে ।
কি কাজে এসেছি
কি কাজে গেলো,
বুঝিলাম না কিছু
তবুও আঁধার হোল ।
কেহ শুধাল না কিছু
কাঁদিছো কাহার তরে,
নাইবা ডাকিলে মোরে
পড়ে রব তব দ্বারে ।
আকাশে মেঘের ঘনঘটা
যদি আসে আলোর ছটা,
আশায় বেঁধে আশা
বাড়ে শুধু পিপাসা ।
ঝড়বাদলের ভীষণ হুংকারে
পরাণ বুঝি যাবে উড়ে,
নাইবা ডাকিলে মোরে
পড়ে রব তব দ্বারে ।