সেদিন প্রাতে দেখেছি আমি
তোমার রূপের ছটা,
সবই নীরব অচল যেন
গোপনে মেঘের ঘনঘটা ।
কাঁপে বুক দুরুদুরু
কী যেন হবে শুরু,
আমি আর নই কারু
একাকী বিশ্বে হলেম ভীরু ।
এতকাল করেছি বড়াই
এ আমার ও আমার শুধুই আমার,
রাগ হিংসা লোভের লড়াই
আজ কোত্থাও কিছু নেই আর ।
মহাবিশ্বের কোন ঢেউয়ের সাথে
মিলেমিশে একাকার – যে ছিল আমার,
এই ছিল – এই নেই - কোত্থাও নেই
এই তবে শেষ পরিণাম সবার ।
সে ঢেউ ছুটে চলেছে
কোন সে অসীমের পথে,
কোথায় যেন যোগ আমার সাথে
বলে যায় পথে যেতে যেতে ।