গহন বরষার মাঝে
দোলে মন কাহার তানে,
কেহ নাহি জানে ;
কে যেন আসে
অব্যক্ত বেদন মনে,
অতিগোপনে ।
কথা নাহি কহে
চাহে আঁখিপানে,
কেহ নাহি জানে ;
তুমি কি ডাকিলে মোরে
একাকী এমনই ক্ষণে,
নিশুতি বিজনে ।
রিমঝিম রিমঝিম বরষায়
সকলই গেছে ভিজে,
সেজেছ এ কোন সাজে ;
উদাসমনে অচীনপানে
চলেছ কার খোঁজে,
বরষার সুর বাজে ।
এমন বাদলরাতে
বুঝি শুরু হবে
আরও গুরুগুরু ধ্বনি,
শুধু তুমি জানো
আর আমি জানি
সুধাসাগরের হাতছানি -