চঞ্চলমন
কখন যে কী চায় –
বোঝা ভারী দায় ;
কখনও হর্ষ, কখনও বিহর্ষ
আমাকে ভাসায় ।
আজ মন কিছু নাহি চায়
তবু যেন কিছু চায়,
বুঝিতে পারি না
তবুও বুঝিতে চায় ।
জীবন প্রবাহে
আসে যারা দলে দলে –
চলে যায় কিছু না বলে,
পাড় ভাঙে, পাড় গড়ে
বসে রই নদীর কূলে ।
ওরা কথা কয় না
ওরা আর হাসে না,
শুধু চেয়ে থাকে মুখপানে
দুখের গানে গানে ।
ওহে অতিথি –
কি বলিব তোমায়
ভেবে ভেবে দিন যায়,
ঘন বরষায়, কে মোরে কাঁদায়
এ নীড়ভাঙা বাসায় ।
এক আকাশ ভালবাসা
যতনে নিয়ে বুকে,
আমি হারের মালা পরে
মেতে রব দৈন্যসুখে ।