সকল খেলা সাঙ্গ করে
বসে আছি নদীর ঘাটে,
মাঝির দেখা পাওয়ার আশায়
চেয়ে আছি তারই বাটে ।
গভীর রাতে, নদীর স্রোতে
কে যে গাহে – অচীন সুরে
চোখের জলে, ঘুমের কোলে
হারিয়ে যাই বহুদূরে ।
প্রভাত নীরব, মেঘের গরব
আজও মাঝি এলো নারে,
ওরে কাহার তরে, ঘাটের পারে
সে যে কাঁদে – দুচোখ ভরে ।