চোখের বাঁধন খুলে দিয়ে
কোথায় চলে গেলে
আমায় না বলে
আশায় আশায় থাকি – পথচেয়ে
ভালবেসেছি তোমায় – গোপনে,
শয়নে, স্বপনে
নিদ্রা, জাগরণে,
আর যেন কেহ নাহি জানে ।
গ্রীষ্মের ভীষণ দাবদাহে
একটু হিমেল পরশ
করিলে তাকে সরস
শতফুল বিকশিয়ে কথা কহে ।
এতকাল কোথায় ছিলে ?
ওহে পথিকবর,
সময় নাহি আর
বেলাশেষে ঘুম ভাঙালে ।
দুখ-কষ্ট-শোক-যাতনায়,
তোমায় পূজিব কেমনে
মোর মলিন মনে
দিবারাত্রি আছি তারই ভাবনায় ।
এ পরাণ কাঁদে – তোমার তরে
একটি আশা নিয়ে –
তব চরণ ছুঁয়ে
ভাসি যেন তোমার সুরে ।