কি জানি কোন অভিমানে
মেঘমালার ঘোমটা টেনে,
তুমি বসে আছো বিরহে;
আমি বসে বিজনে
কি ভাবি আনমনে,
অজানা মন কি যেন চাহে ।
আজ ভীষণ মেঘের ঘটা
কালি মেখে সেজেছে জটা ,
প্রলয় নৃত্যে হয়েছে মাতোয়ারা ;
চারিদিকে সবাই আকুল
শিশুরা কাঁদিছে হয়ে ব্যাকুল ,
তব অবগুণ্ঠনে সব দিশেহারা ।
কতদিন দেখি নাই রবি
ভয়ে ভয়ে আছে শশী ,
গভীর আঁধারে লুকায়ে ;
আমাদের যত গরব
সব তারা আজ নীরব ,
মহাকালে যাবে সব হারায়ে।
নিশিদিন রিমঝিম সুরে
তোমাতে সব মিশেছে দূরে ,
কি কালি লাগালে গায়ে ;
ভুল যদি করে থাকি
দাও তুমি সব ঢাকি ,
অবুঝ শিশুকে কোলে নিয়ে ।