ঢেউ আসে,ঢেউ চলে যায়
ধুয়ে নিয়ে যত জঞ্জাল,
ফেলে রেখে বালু রাশি রাশি
মৃত ঝিনুকের কত খোল।
দুরে সাগরের ঢেউ গোনা
ভাঁটার বিকেলে চুপচাপ,
জনকোলাহলে একাকি অলস
তটে পড়ে থাকে শুধু ছাপ।
সূর্যোদয় দেখেছি ভোরে
ছুটে চলে গেছি জোয়ারের স্রোতে,
এখন বিকেল সোনালী গোধুলি
সমুদ্রতটে নামবে আঁধার , রাতে।।