হারিয়ে ফেলেছি একটি নদীর নাম
মুছে দিয়ে গেছে স্বপ্নের যত দাম।
নদীও গেছে বেঁকে
বর্ষা প্লাবন শ্রোতে
দূরে কান পেতে রাখি দু:স্বপনের রাতে।
যে নদী পাড়ে বসে দুচোখ খোলা
হাওয়া এসে দিত বাতাসের মালা।
খাতা নিয়ে কত নদীর ছবি
নদী দিয়ে গেছে ভিতরের কবি
সে নাম নদীর ভুলে যায় কেন মন
সেই নদীটা হারিয়ে গেলি কোথা সুদুরের কোন।।
--কাজল ঘোষ