ঈদ আসিলে_"না পেলে মন বিষন্নতায় ছেয়ে যেতো!"
মা-বাবার কাছে থাকতো অনেক চাওয়া পাওয়া!
অনেক দিন হয় সখ গুলো গিয়েছে মারা!!"
একটা সময় ঈদ আসিলে ঈদ এসেছে-
বলে-বলে করতাম হৈ হুল্লোর মিছিল।
ফটকা ফুটিয়ে খুলি রঙ মেখে দিয়ে,
চাচাতো ভাইবোন প্রতিবেশী মেন্দি পাতা,
পাটায় বেটে! হাতে পায়ে মেখে করিতাম আনন্দ!!"
সকাল বেলা উঠে যেয়ে গোসল করতাম তড়িগড়ি
মায়ের হাতের সোহায় খাইতাম সিরিজ পিঠা দিয়ে।
নতুন কাপড় পড়ে গিয়ে বড়দের সালাম করতাম
পা ছুঁয়ে! সেলামি নিয়ে ছুটে যেতাম ঈদগা ময়দানেতে।
নামাজ পড়ে খোৎবা শুনতাম দোয়া হওয়ার পরে
বাতাসা বিলায় তো ডিল দিয়ে আসমানের উপরে
কাবলাকাবলি করে সবাই নিতো খুশিতে মন ভরে।
কোলাকুলি করমর্দন করতো সবাই একে অন্যজনে!
বুকের সাথে বুক জড়িয়ে হিংসা নিন্দা বিবাদ ভুলে!!"
মাঠে থাকতো সাজানো হরেক রকমের দোকান।
চশমা ঘড়ি আংক্টি কিনে আসতাম বাড়ি ফিরে ।
এসে দেখতাম কোরমা পোলাঊ রান্না পাতিল ভরে!
খেয়ে দেয়ে পাড়ার ছেলেদের নিয়ে চলে যেতাম মাঠে!!"
রোদ বৃষ্টি থাকতো যদিও আসতাম না বাড়ি ফিরে।
খেলা শেষে বাড়ি এসে দেখি অতিথি বাড়ি ভরা উঠানে।
খালাতো বোন মামাতো বোন কত আসতো বেড়াতে!
তাদের সাথে আসতো সানজু নীল শাড়িটা পড়ে !!"