তুমি আমি শব্দ দুটোকে কখনো পৃথক করে দেখিনি!
আমি জানি তুমি'ই আমি, আমি'ই তুমি!!
তোমাকে আমি কখনো আলদা সত্ত্বা ভাবিনি!
সব সময় ভেবেছি তুমি আমি এক অন্তরাত্মা!!
তুমি আমার আলদা ভাবে চয়েজ ছিলেনা কখনো।
তুমি ছিলে আমার শুকরিয়া আলহামদুলিল্লাহ!!
তোমার আমার ভালোবাসা টুকু একটু-একটু
খুঁচরা পয়সার মত ব্যাংকে খুব যত্ন সহকারে
জমা করেছি হৃদয়ের পাণ্ডলিপিতে।
বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি একজনি রয়েছো ত্রিমোহনী
নিয়মের গন্ডির বেরাজালের বাহিরে।