তোমার ভুলগুলো নিয়ে বার বার ফিরতে
চেয়েছিলাম আমার ভালবাসার নীড়ে
তোমার মুখের অবহেলিত বাক্যগুলো
মাত্রাবৃত্ত করে সাজিয়ে দিয়েছিলাম প্রশ্রয়।

তোমাকে ভালবেসে কতবার খেয়েছি
মায়ের বকা প্রিয় বাবার শাষণ,
প্রতিবেশীর শুনেছি বকাটে কত রকম
অবজ্ঞা অবাঞ্চিত কথা।

তোমাকে দেখতে কতবার ছুটে গিয়েছি
মাঝরাত্রিতে হেঁটে গ্রামের পর গ্রাম।
তোমাকে ভালবেসে বলেছি কত মিথ্যা
সব কিছুর স্তুপ তুমি ছিলে সত্যতা।