আল্লাহু আকবার আল্লাহু আকবার
উচ্চারিত হয় মুয়াজ্জিনের সু'মধুর কন্ঠে
মুমিন মুসলিম দলে দলে ছুটে যায়
প্রভুর উপাসনায় মসজিদের দিকে।
সুন্নতি লেবাস মাথায় টুপি
পরনে থাকে জুব্বা পাঞ্জাবী
হাতে তসবি কন্ঠে নবীর দরুদ শরীফ
পথিকের সাথে মুমিন করে
মুসাফা সালাম আত্ম কুশল বিনয়
মসজিদে ইবাদতের জন্য করে গমন।
প্রভুর দরবারে একত্ববাদ স্বীকারে
হিংসা নিন্দা বিদ্বেষ থাকেনা কারো ধারে
সমাজের ধনী-গরীব মুসাফির
উঁচু নিচু ছোট-বড় সবাই
ইমামের পিছনে দাঁড়ায় এক নিয়তে করে।
নামাজ শেষে সবাই দু'হস্ত তুলে
চোখের জলে থাকে রথ প্রার্থনাতে
কামনা বাসনা আবেদন করে
প্রতিপালক আল্লাহর দরবারেতে।