দেশের মাঝে সুদ খুরীরা
আছে বড় সুখে।
অধিক হারে মুনাফা নিয়ে
বাড়ি গাড়ি করে।
বউয়ের জন্য শাড়ি কিনে
অনেক অর্থ দিয়ে।
ছেলে-মেয়ে পড়াশোনা করাই
হারাম টাকা দিয়ে।
সুদ খুরীর অনেক সম্মান
সমাজেরী মাঝে।
বিয়ে বৌভাত খতনার দাওয়াত,
পাইযে সবার আগে।
এমন যদি আইন হতো
এই সমাজের মাঝে।
সুদের টাকায় পড়াতে পারবেনা,
সন্তান স্কুল মাদরাসাতে।
বাজার করতে গেলে কেউ
বেচাকেনা করতোনা সদায়।
ইচ্ছে মত পিটিয়ে করতো,
রাম ধনু ধূলায়।
তাহলে সুদ খুরিরা শুধরে যেত,
হাবিব আজমির মত।
বাড়ি বাড়ি পৌঁছে দিত,
সুদের অর্থ যত।