সৃষ্টিকর্তার সৃষ্টির সাথে গান
মিশে আছে হা হে হু শব্দ সুরে,
অজ্ঞানি না বুঝতে পারে
এই সৃষ্টির ভেদ খোদাতায়ালার।
গানে ধ্যান গানে জ্ঞান
ক্ষুদ্রত আশেকের আত্মার খোরাক।
খোদার নাম শুনে ইবরাহীম নবী
একদিন দিয়েছিল সব কোরবান।
দাঊদ নবী পেয়েছিল প্রভুত্ব সুর
পড়তো তিনি আসমানি যবুর,
দ্বীনের পয়গম্বর গান শুনেছে
হাদিস শরীফে রয়েছে প্রমাণ।
দয়াল খাজা গান করছিল
বড়পীর শুনে হয় গানের আশেকান,
আসমান দুলে গানের তালে
সেইদিন জমিন নেচে হয় মেশবান।
সিদ্ধ পুরুষ মাওলানা রুমি
দেওয়ান হাফিজ আল্লামা ইকবাল।
শের লেখে শেখ সাদি
দুনিয়ায় পেয়েছিল জান্নাতের সু'সংবাদ।
আল্লাহ নবীর পীর আউলিয়ার
যে গানে হয় গুনগান।
সে গান হারাম হলে
গান শুনে হতে চাই গুনাহ্গার।