মুর্শিদ আমার জানেরি জান, মুর্শিদ আমার প্রাণ রে।
মুর্শিদের চেহারা দেখলে, লাগে আমার ভালারে।

জাত কুলমান চাইনা আমি, মনে নাই বাসনারে।
মুর্শিদ আমায় দয়া করে, কৃপা করো দাসে রে ।। ঐ

এক আল্লাহ এক রাসূল, ঈমানদার বলে রে।
মুর্শিদ নামে আল্লাহ রাসূল, বিরাজ করে ভবে রে ।।ঐ

একুশ হাজার ছয়শত দম, মুর্শিদ নামে ছাড়রে।
ভক্তি বিশ্বাস রাইখো মনে, যাবে তুমি তরে রে।। ঐ

পঞ্চ আত্মা ষড়রিপু, বশ করে চলো রে।
পাবে মুক্তি আছে দলিল, কাইউম আজাদ বলে রে।। ঐ