সমাজ হল মিলেমিশে থাকার প্রক্রিয়া।
এক জনের সুখে দুঃখে অন্যজন থাকবে জড়াইয়া।
এখন দেখি সমাজিক লোক আত্মসাথ করে।
একজনের জমি আরেক জন নিচ্ছে জবরদস্তি করে।
এক জনের গীবত নিয়ে অন্যজন দৌড়ায় সবার আগে।
গরীবের পাশে কেউ থাকেনা সমাজ ব্যবস্থা বলি তারে।
সামাজিক অনুষ্ঠানে দাওয়াত পাইনা গরীব দুঃখি লোক
বড়লোকের মাঝে গরীব উপস্থিত হলে আয়োজক ক্ষুব্দ।
কেউ চাইনা কারো ভালো লাগাই গন্ডগোল।
সুদ ঘুষখোর সমাজের নেতা কে দিবে মাসুল।
সঠিক বিচার নেই এখন সমাজের মাঝে,
সবাই এখন বরাক বাঁশ দিতে চাই পিছে।