আজ যে মেয়েটিকে নিয়ে কথা বলব
সে একজন প্রাথমিক বিদ্যালয়ের  টিচার,
ফেসবুকের মাধ্যমে  আমার সাথে পরিচয়ে হয়েছিল বন্ধুত্ব,
প্রতিদিন সে আমাকে অনুপ্রেরণা দিত।
এলোমেলো ভাবনা গুলোকে গুছিয়ে দিত
সাহস যোগাতো যখন ভেঙে পড়তাম।
  
সে একদিন এসেছিল গ্রীষ্ম কালে ব্রহ্মপুত্রের তীরে,
আমাকে কিছুই না বলেই হঠাৎ
ঈদুল আযহার দুই দিন পর,
আমাকে শুধু বলেছিল মেসেজ করে
এক ঘন্টা লাগবে, আমি আসতেছি।

ময়মনসিংহ ব্রিজের মোড় থেকে রিসিভ করার পর
ওর মুখ প্রানে তাকিয়ে ছিলাম আমি অনেকক্ষণ,
দেখেছিলাম ঘামের জলগুলো মুক্তা হয়ে ভেসে আছে নাগের ডগায়।

ঠোঁটগুলোতে লিপিস্টিক
দু'চোখের পাপড়িতে ব্লু কালারের  আইলেন্ড,
মেহেদি দেওয়া হাতে ছিল ব্রেস্,
চুলগুলো ঢাকা ছিল হিজাবের কাপড়ে
সারাদিন ঘুরাঘুরি করেছিলাম,
রিক্সা করে কাচারি পার্কে,  জয়নাল আবেদীন উদ্যানে
ময়মনসিংহ চিড়িয়াখানায়, ফরহাদ ভাইয়ের বাসায়
সন্ধ্যার গোধূলি  লগ্নে অবশেষে সে নিয়ে ছিল বিদায় ।