গগনের বুকে  একটা চাঁদের কাছে
লক্ষ কোটি শুকতাঁরা,
মিটিমিটি জ্বলে তাহারা করে সুখের খেলা।
রাতের আকাশের চাঁদ তাঁরার সাথে
ঝোপের ঝাড়ে,
পুকুর পাড়ে,
আঁধারেতে
জ্বলছে নিভছে
প্রকৃতির সাথে খেলছে জোনাকি পোকা।
গিরগিটি পোকার গানের আসর
প্রজাতির পোকার নৃত্যর নাচন,
দক্ষিণা হাওয়ায়
প্রকৃতিতে বয়ছে সুখের দোলা ।
নাকের ডগায়
পাকা তালের গন্ধ,
মাঠের থেকে ভেসে আসা
পাকা ধানের গন্ধে,
বৈঠক ঘড়ের টিনের চালের উপর
থেকে ভেসে আসা
হাসনাহেনা ফুলের ঘ্রাণে,
রূপ রস গন্ধে
হয়ে যায় আত্মহারা ।
আহা-কী মম আনন্দে
কী আনন্দে আহা-কী মম আনন্দে
কেটে যায় যামিনী বেলা ।