"'ধি"শব্দ হইতে'
ধর্ম শব্দের উৎপত্তি
ধর্ম হলো ধারণ করা
আত্মসমর্পণ করে
মহা সত্তার সত্য বাণী
খুশি মনে পালন করা।
অন্তরেতে ধর্মের বীজ রোপন করিয়া
চতুর্দিকে দিতে হবে সত্যের বেড়া
তবে দেখবে বীজ ফুটিয়া
উঠবে একটি ধর্মের চারা
ফলের আশা করিও না
সে চারাটি যতন করিও তুমি জনম ভরা।
পরপারে পুল সিরাতের ঘাটে
তোমাকে তরাইতে
নবী রাসুল অপেক্ষায়
হয়ে আছেন খাড়া,
হুঁশিয়ার থাকিও তুমি
ঢুকে না যেন,হিংস প্রাণী ছাগল ভেড়া।