আমরা যেখানে দেখবো অন্যায় করবো প্রতিবাদ।
অন্যায়ের কাছে সততা দিয়ে করবো কুপোকাত।
যেখানে দেখবো নারীবাজি সাজবোনা আর হাজি।
পাথর মেরে করবো নারী পাজির মুন্ডুপাত।
যেখানে দেখবো মাদক দ্রব্য হচ্ছে বেচাকেনা।
সেখানে মৃত্যু তোয়াক্কা দিয়ে করবো আমরা হানা।
চাঁদাবাজি,রাহাজানি,যদি হয় সন্ত্রাসি
পাপিষ্ঠ পিপাসুদের দিব আমরা শত শত গালি।
সুদ খুরিকে বেঁধে ফেলে খেতে দিব মরার গরুর হাড্ডি
যদি সে খেতে না পারে করবো আমরা তাকে প্রহার।
ঘুষ খুরিকে বস্তা ভরে দিব আমরা ভুসি।
যেন সে পেট ভরে খেতে পারে রোজি।
জুয়া খুরীর আস্তানা পুড়িয়ে করবো ছাই।
সে যেন নরকে গিয়ে না পাইরে রেহাই।
বৃদ্ধাশ্রম বন্ধ হবে বৃদ্ধ মাতাপিতা ঘরে যাবে ফিরে।
সন্তান তাদের দেখভাল করবে এটাই হবে রাই।
সিন্ডিকেট করবে যারা তাদের সাথে করবোনা লেনাদেনা
তাহলে বছর শেষে থাকবে তাদের দেনা।
স্বাধীন দেশে স্বাধীন  পতাকা উঠবে সূর্য হেসে
মিলেমিশে থাকবো আমরা শুদ্ধ পরিবেশে।