সৃষ্টির স্রষ্টা হলেন যিনি, আরব দেশে মক্কার নগরে
একজন সোনার মানুষ পাঠাইলেন তিনি।  
ত্রি-ভুবন মোহিত হইল যাহার চরণ পরশে।
আসমান জমিন চন্দ্র সূর্য জল স্থলে,
যত ভাসমান আছে সৃষ্টি করলেন,
মহান মহীয়ান যে বন্ধুর উদ্দেশ্যে।
নীল আকাশে রাতের বেলায়
গ্রহ নক্ষত্র তারকারাজি মিটিমিটি সালাম করে তোমায়।
হুর পরীরা পড়ে কত নৃত্যর ভেসে ।

পশুপাখি কীটপতঙ্গে পাহাড় বৃক্ষ তরুলতা ফুল ফলাদি,
নবীজির প্রশংসা করে তাঁরা নিলুয়া বাতাসে।
সাগর নদ-নদীর জলে,
জল জীব বাস করে।
তরঙ্গ বাতাসের জুড়ে,
ঢেউ উঠে পানির কূলে প্রশংসা করে মনোরম উল্লাসে।
দুনিয়াতে মাবুদ মাওলা সাজাইলেন জাতে জাতে,
সকলের মধ্যেই নবীজ্বির হেকমত আছে মিশে।

মানুষ জ্ঞান বাবুকে জিজ্ঞেস কর?
কি জন্য আসিলা ভবে?
কতো অর্থ সম্পদ জমা করিলা রিপুর বসে,
এসব কি তোমার সঙ্গে যাবে শেষে?

আল্লাহপাক কাদের গনি,
নূর নবীর প্রশংসা করিলেন তিনি,
যাহার হাতে থাকবে আবে কাওসারের পানি।
সেই নবীজির সন্ধান যে পাইয়াছে,
কবর হাশর মিজানের কাছে,
নবী মুহাম্মদ রাসূল থাকবেন তাহার পাশে।