ছোডু বেলার মাইয় চাচিরা রাকতো বুকে কোলে
হেঁই কতাটি আইজো কিন্তু আমার মনে পরে।
মায়ার আতের বাইসা কলা দ্যুত চিহান্না ভাদ
খাইয়া হুতলে এক্কই ঘুমে চইল্যা যায়তো রাইত।

বেইন্ন্যাবেলা মায়া বানাইতো আত লুডি ও নুন মইচের পিডা।
বাজান নামতো পাগারেতে জ্বালি খালই লইয়্যা,
ধইরা আনতো লাডি মাছ করতো মায়া ছানা,
ছানা ভরাইয়া পিডা খাইতাম বেইন্ন্যা রইদে বয়্যা।

বাইট্টালে দুহুরে জেডি করতো খুদির বউ খোধা
খাইলে লাগতো ম্যালা ভালা যায়তোনারে ভূলা
জেডা আনতো দুত পানাইয়া দুতে থাকতো হেন্ডা
জ্বাল দিলে হর বাসিলে খাঊন দিত হরট্যা।

চাঁন্দের হলকে উঠানেতে দাড়ি মুসলাত বইয়্যা
'বু'বুনাইতো খেতা মুখদেয়া হুনাইতো কিরছ্যা
বুর কিরছ্যা হুনিয়া যায়তাম টাইসক্কি খাইয়্যা
হাসতে হাসতে ঘুরা ঘুরা পেডে পাইতাম বেথা।

গাউ গেরামের বেয়া বাইতে হইতো কত মজা
কলা গাচের গেইট বান্ধিত কাগজের ফুল দিয়া সাজা
গায়ে হলদিত কালি মাহায় খুলি রঙ মাহামাহি
পানি ডাইল্লা ভিজায়তো কইরা পারাপারি।

নাইচ্চা নাইচ্চা হয়তো আগে বাইতে ঘাডু গান
ঘুইরা ঘুইরা গায়তো বেডাইন বঙ্গের জারি গান
মহুয়া মলুয়া চন্দ্রবতি গাজি কালু যাত্রা বাউল গান
পরালেহা সাহিত্য সাংস্কৃতি মৈমনসিংহ ঐতিহ্যর প্রাণ।