লাল সবুজের ভূখণ্ডেতে
জন্ম আমার হল স্বাধীন
নিত্য নতুন চোখে ভাসে
শস্য শ্যামল ফসলের জমিন।

ভোর হলে সূর্য উঠে
পাখ পাখালি কূজন করে
রাখাল মাঠে ছুটে চলে
চাষি যায় ফসল মাঠে।

নদী নালায় থাকে জল
মাছে করে ছলাছল
পাল উড়িয়ে বৈঠা ধরে
নৌকা চালায় মাঝি-মাল্লার দল ।

লাল সবুজের এই দেশেতে
প্রজাতির লোক থাকে মিলেমিশে
হিংসা বিদ্বেষ নাই দলাদলি
পরিশ্রম করে এক সাথেতে ।

বাংলা মা তোমার বুকে
আছি মাগো স্বর্গ সুখে
রাখিস মাগো পর জনমে
তোমার আঁচল ছায়ার নিচে।