যদি বলি তোমাকে চাই আমার কি বেশি চাওয়া হবে !
তুমি আজ নয় তো কাল কারো প্রিয়নী অবশ্য'ই হবে।
আমার হলে তোমার কি বেশি ক্ষতি হবে!
তোমার হাত গুলো ধরে
যদি হাঁটি অজ পাড়া গায়ের মেটো পথ ধরে
লোক লজ্জার ভয়ে,
তোমার বদন কি লজ্জায় লাল হয়ে যাবে!
টং দোকানে বেঞ্চে পাশাপাশি বসে,
চায়ের কাপে ঠোঁট লাগিয়ে ফুঁ দিতে দিতে
যদি একটু আলাপ করি তুমি কি অভিমান করিবে?
যদি বলি তোমাকে পিংক কালার শাড়ীতে বেশি
ভালো মানায় কানে ঝুমকা দুলে।
তুমি কি পিংক কালার শাড়ী ঝুমকা কানের দুলে আসিবে বট বৃক্ষের তলে!
যদি বলি  হাত গুলো বুলাও চুলের উপরে,
আমি নিদ্রায় যাবো তোমার উরুর মাথা রেখে।
তুমি কি সময়ের হিসেব কষিবে।
যদি পিছন থেকে চুপিচুপি এসে
তোমার চোখ দুটো চেপে ধরি বলি টুক্কুরো,
আচমকা ভয় পেয়ে তুমি কি জড়িয়ে ধরে বলবে
ভালবাসি তোমাকে ।