মাদক সেবন অধিক হারে,
বাড়ছে দেশের মাঝে।
মাদক সেবন দমন করলে,
সফলতা আসবে দেশেতে।
আগে মানুষজন পান খেতো,
খেতো তামুক বিড়ি।
এখন মানুষ ফেনসিডিল খায়,
খাইযে বাবা বড়ি।
জয় গুরুর আসর বসে
গাঞ্জা কলকি ভরে।
উড়া ধুরা টান দেয়
দয়ালের দোহাই দিয়ে।
যে যতো টানতে পারে
তত বড় ফকির।
লোক সমাজে খুরিকে বলে
মস্ত বড়-পীর।
তাদের কিছু বলতে গেলে
শত্রু বারে সমাজেতে।
বাপের টাকায় নেশা করি
তোমার বাবার কি তাতে?
সুশীল সমাজ ধ্বংস হচ্ছে
নেশার কবলে পড়ে।
মা-বাবাকে মারধর করে সন্তান
টাকার জন্য নেশার।
চুরি ছিনতাই চাঁদাবাজি হচ্ছে
সকাল অবধি রাতে।
রাস্তা ঘাটে ঠেক দেয়
হিরণসী পোলা-পানে।
মদ্য প্রাণ করে স্বামী
দেখাই জমিদারি ভাব।
স্ত্রীকে বুঝাই সমাজে আমি
শেষ যুগের নবাব।
যৌতুকের টাকা আনতে তুমি
যাও বাপের বাড়ি।
যৌতুকের টাকা না আনিলে
তালাক দিব সরাসরি।
মাদক সকল পাপের মূল,
মাদক কেলেংকারী।
মাদক নিমূল করিলে হবে,
সমাজ শুদ্ধ পরিপাটি।