তুমি আজ পাশে নেই অন্যের বাম পাশে
নয় বছর ছুঁই ছুঁই!
শুনেছি তুমি মা হয়েছো।
দুই ছেলের জঠর জননী তুমি
তোমার স্বামী একজন গ্রামের স্কুল শিক্ষক।
তোমার স্বামীর নম্র ভদ্রতা মেধা দিয়ে,
অনেক যত্ন সহকারে তোমাকে আগলে রাখে সর্বক্ষণ।
এত কিছুর পরেও তুমি কি পাওয়ার আশায় ।
বিয়ের পরে অনেকবার ফোন দিয়ে
ফিরতে চেয়েছিলে আমার দ্বারে।
তোমার মা ও ছোট বোন অনুরোধ করছিল
যেন তোমাকে ফিরিয়ে নেই সবকিছু মেনে নিয়ে
কিন্তু আমি চাইনি ইচ্ছে করতো আমারও
কিন্তু তা আমি পারিনি
আমার মন ভেঙ্গেছো তুমি স্বপ্নগুলো করেছে মিথ্যা
চাওয়া গুলো করেছো অপূর্ণতা
বিশ্বাস করেছো ধোঁয়াশা
এজন্য তোমাকে ফিরিয়ে দেয়নি আমি
আগলে রাখছি আমি তো তোমার কাছাকাছি থাকি
সর্বক্ষন তোমাকে আগের মতই ভালোবাসি
পার্কে যায় নিয়ে যায় সেই সুতিয়া নদীর পারে।
তুমি আমাকে চিনতে পার নাই
তোমার স্বামীর মাঝেই লুকিয়ে আছি
থাকবো শেষ অবধি তোমাকে ফিরিয়ে দিয়ে
মন ভেঙ্গেছি কষ্ট পেওনা তুমি
তোমার ভালোর জন্য মাস্ক পড়ে আমার বেঈমানি ।