হে সৃষ্টি কর্তা সৃষ্টি করে কেনো!
হয়ে আছো নিরাকার।
মায়া করে বানিয়ে
কেনো হয়ে আছো শূন্যকার।

মনে তো স্বাদ  জাগে!
অয়নে তোমাকে দেখিবার।
তোমাকে কি দেখিতে পাবোনা
হা-হা কার হৃদয়ে  একবার ।

আমি তো নয় কোন
ফেরেশতা নবি রাসূল মনি ঋষি আবদাল।
যে যুগ যুগ স্বাধনা করে,
মাওলানা জালাল উদ্দিন রুমির মতো
শামস্ তাবরিজির রুপের মধ্যে
দেখিবো তোমায়  শত বার ।

আমি তো নয়
দরবেশ মনসুর হাল্লাজ।
যে তোমার জাত সত্তার সাথে  
লয় হয়ে বলবো আমি ই আন্তাল হক ।

আমি তোমার সৃষ্টির কোন কিছু চাহিনা
চাইনা পেতে তোমার সৃষ্টি বেহেশত দোজখ ।

হে মহান বিচার প্রতি মালিকি ইয়াউ মীদ্দিন
ইয়া জুল জালালি ইকরাম।
আমি শুধু  তোমার দিদার চাহি
দয়াময় তোমার চরণ ভিক্ষা দাও
ভিখারি রে সেবিতে একবার ।