২০১৬ সাল ২'এ ফেব্রুয়ারি সেদিন ছিল মঙ্গলবার
সন্ধ্যার গোধূলি লগ্নে মুঠো ফোনে হল কথোপকথন  
মিষ্টি ভয়েস,কথার ফুল ঝুড়িতে ভরে যায় মন
প্রেমে পূর্ণতা পেয়েছিল নিভৃতে আলোচনায় সেদিন।
এরপর থেকে প্রেম হল শুরু কাছে আসা
মুখো'মুখি দেখা করা কলেজে যাওয়ার  কাঁচা রাস্তায়
বুড়ির ঘরে,পুরনো ভিটায় ওদের ঘড়ের বারান্দায়,
বড় বোন জেসমিন আপুদের বাসায়,
শিমুল গাছ,আম গাছ তলায়,তাদের বাড়ির পিছনে
দেখা হয়ে ছিল দু'একবার।
এরপর হঠাৎ  পরিবর্তন হল শুরু
কলেজে যাওয়ার কাঁচা রাস্তা আজ আর নেই,
হয়েছে পাকা।
স্রষ্টার ডাকে সাড়া দিয়ে বুড়ি দুনিয়া থেকে
চিরতরে নিয়েছে বিদায়।
পুরনো ভিটা হয়ে আছে ফাঁকা, নেই জনবসতি।
জেসমিন আপুদের বাসার রুম গুলো নেই ফাঁকা
তাদের আলয়ে এসেছে নতুন মুখ।
শিমুল গাছ,আম গাছ,কিছুই নেই আজ
সব হয়ে গেছে বিক্রি।
বাড়ির পিছন গুলোতে ঘর আর ঘর
কোথায় দেখা করবো তুমি আর আমি,
সব কিছুর মতো তুমিও হয়েছো পরিবর্তন
নতুন সাথী 'র সংসারে গিয়ে।