সূর্য তলায় অবহেলায় রে ভোলা
সন্ধ্যা কুপির আগেই রে মন
আত্ম নিবেদনে আয় --আয় রে মন
গুরুজীর ছায়ায়।

গুরু জাতে হয় ব্রহ্ম---
জানতে হয় যেয়ে জ্ঞানী কাছে নিগূঢ় মর্ম,
মুক্ত  ব্রহ্ম ধর্ম কর্ম
জীব শুদ্ধ মুক্ত বানায়।। ঐ

গুরু মৃত আত্ম ফিরাই
তাহার কৃপায় জীবের বল শক্তি বাড়ায়,
রাজা বাদশা চামার  মুচি
সংমিশ্রণ করে এক জায়গায়।। ঐ

নশ্বর অবিনশ্বরে গুরু হয় স্বীয়
করে দেখো বিশ্লেষণ--
ভবে না পাইলে গুরুর দর্শন
ফিরতে হবে আবার ভবায়।।ঐ

গুরু হয় দরিয়ার নাবিক
পার করে সে ধনী গরীব
কাইউম আজাদ কই জাত বিচারে
গুরুর ছায়ায় তোরা আয়রে আয়।। ঐ