আমার রূপে তুমি রূপি,নাম ধরেছো সাঁই অন্তরযামী।
মিছামিছি তোমায় ডাকি, আমি তুমি তুমিই আমি ।
তুমি জীবের সৃষ্টিকর্তা, জীবের দেহের ভিতর তোমার পর্দা।
আমি আমার পথগামী, তুমি শুধু নামেই দামি ।।ঐ
তুমি জীবের জন্মদাতা, হয়েছো তো ভালো কথা।
আমি কাজ করিলে পাই বাথা, নামের কাজী সাঁজ তুমি ।।ঐ
তুমি জীবের পালনকর্তা, মানুষের বিপদ মানুষেই বাঁচা।
কাইউম আজাদের দেহের মাঝে, তুমি কেমনে সাজিলা জগৎ স্বামী।। ঐ