আল্লাহর অলি খাজা বাবা,
গাইবো তোমার শানমান।
প্রভু আমায় করো মেহেরবান
গাইবো আমি খাজা বাবার গান। "

পাঁচশত সাইত্রিশ হিজরিতে,
রজ্জব চাঁন্দের চৌদ্দ তারিখ সোমবার রোজেতে,
আসিলেন ধরাধামে কল্যাণময় সন্তান।
তাহার মাতা পিতা খুশি হইয়া
নাম রাখলেন আবুল হাসান।। ঐ

ইমাম হাসানী হোসাইনি বংশে
আসিলেন তাপস মহান।
সাত বৎসরের কালে খাজা
হেফজ হয় কোরআন।
তাহার দিক্ষা গুরু হইলেন যিনি
নামটি ঊসমান হারুনি
মারিফতের মহা জ্ঞানী
শ্রবণ করলেন গুরুর বানি,
চিশতিয়ার হইলেন সুলতান।।ঐ

অযুর গরম চুলা মাথায় বয়ে
গুরুর আদব রক্ষা করিয়ে।
গুরুর সাথে মক্কা মদিনায় গিয়ে
দাস্য  প্রেমিক হয়ে যান।।ঐ

নবিজির হুকুম পাইয়া
ইসলামের বানি লইয়া
হিন্দুসস্থানে আসিয়া
নিরানব্বই লক্ষ মানুষ,
কালেমা পড়াইয়া তিনি
বানাইলেন মুসলমান।। ঐ

মঈনে খাজার জীবনি হইতে
কবি কাইউম আজাদ লিখলো সেই মতে।
খাজা আমার গুনমনি
শুনবেন যত জ্ঞানী গুনি,
দোয়া মাফিক চাহি আমি
হতে চাই সূক্ষ ইনসান  ।।ঐ