মুলিবি মানিকরে জিগায়'লাম আল্লাহকে চান না,
জান্নাত চান বলেন আমাকে?
মুলবি কই জান্নাত আমি চাই সবার আগে। জান্নাতে গিয়ে আঙ্গুর ব্যদনা খেয়ে করতে চাই পেট বুঝাই।
জান্নাত হল আল্লাহর তৈরি দিবেন যাকে খুশি আল্লাহ দয়েময়। আল্লাহ যদি না দেয় জান্নাত যায়বেন কেমনে ভাই?
জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। তাহাজ্জুদ পড়ে তারপরে ঘুমাই। রমজানের রোজা রাখি ইবাদত করি অনেক ভাই।
শুনেন মুলবি ভাই আপনাকে একটু বলি!
আপনারা জান্নাতের আশায় আর জাহান্নামের ভয়ে
ইবাদাত করেন জান্নাতের চাইতে আল্লাহ তালাকে ছোট
মনে করে।
স্রষ্টার চেয়ে সৃষ্টিকে দিয়ে প্রাধন্য শিরক কাতারে হয়ে
যান ফতুয়া দিয়ে নিজেরাই গন্য।
নয় লাখ বছর ইবাদতে করে মোকরুম পরিনিত হয়েছিল ফেরেস্তার সরদারে।
আদম সেজদাহ্ না করাতে ইবাদাত সব যায় বরবাদে।
মুসা নবীর জামানায় এক বৃদ্ধ মহিলা জান্নাহাম যায়বেও শুনিয়া শুকরিয়া করেছিল আল্লাহর বানি শুনিয়া। শুকরিয়া করার কারণে আল্লাহ জান্নাতে তার নাম যায় উঠিয়া।
একদিন শেখ ফরিদ গঞ্জে শখর রহমাতাল্লিল আলাই তিনটি রুটির বিনিময় কিনে নিয়ে ছিল এক ধার্মিকের হজ্জ যাকাত কোরবানি।
ইবাদাত করে কেউ যায়তে পারবেন না জান্নাতে
আল্লাহর দয়া আর দয়াল নবীজির শাফায়াত বীনে।