বসন্ত আসুক কিংবা নাই বা আসুক!
ফুল ফুটুক কিংবা নাই বা ফুটুক!
ভাল আমি বাসি তোমায়, বাসবো ষড়ঋতুতে।
তুমি ছুঁয়ে দিলেই শুরু - বসন্ত আমাতে!!


ফাগুনের আগুন মাখা তোমার ছোঁয়া বসন্ত!
জ্বলে পুড়ে ছারখার আদি থেকে অন্ত!!