স্বাধীনতার ঘাড়ে বসে
স্বাধীনতা চিবায় খাস!
মানবতার মাসি পিসি
দেখবো এবার কোথায় যাস!
হাত বেঁধেছিস হাতকরাতে
মুখের উপর নষ্ট হাত!
বুকের ভিতর ভীষণ ঝড়
লংকা হবে কুপোকাত!
খুনের নেশা মিটবে কবে!
আর কত তুই রক্ত চাস!
পানি লাগবে পানি!!
পানিই হবে তোর গলার ফাঁস!
মায়া কান্নার মায়াজালে
ছোট্ট শিশুর হিসু!
ভন্ড রাজার ভন্ড নীতি
পন্ড হবে সবকিছু!!
একটা বুকে গুলি হলে
হাজারটা বুক পেতে রয়!
আমজনতা জেগেছে সব
আসবে নতুন সূর্যোদয়!!