শীত
কাইছার মাহমুদ
শীতের সকালে ফুরফুরে মনে
পলায় পড়ে চোখ -
জুঁইয়ের হাসি বেলির সুবাসে
ভরে উঠেছে বুক ।
ঝমঝম বর্ষা
ক'দিন আগে গেলো -
সবার প্রিয় শীতের আমেজ
কুয়াশা এবার এলো ।
শীত সকালে নানুর বাড়ি
ভাপা পিঠার ভোর -
চুবিয়ে খাবো পিঠের সাথে
খেজুর রসের গুড় ।
শুকনো খড়ে আগুন দিয়ে
গোল বৈঠকে বসি -
মজার মজার গল্পের ছলে
মন খুলে সবে হাসি ।
24-11-24