আমায় ছেড়ে দে রে রাতের তারা
এবার তবে ঘুমায়,
শিকল তবে দে খুলে দে,
মুক্তি স্বপ্নে সাজায়।
আমায় ছেড়ে দে রে ও শিমুলের পেঁচা
আমি এবার তবে ঘুমায়।
বৃষ্টি তবে দে ভিজিয়ে রাত,
এবার আমি ঘুমায়,
অহংকার দে মিটিয়ে দে চাঁদে,
আমি প্রেয়সির মুখে তাকায়,
আমায় ছেড়ে দে রে ও মরা ফ্যান,
আমি একটু বাতাসে ঘুমায়।