রেখেছে মরফিয়াস হাত রাত্রিরও কাঁধে ৷
জেগে আছে সন্ধ্যামালতিটি নবমীরও চাঁদে ৷
শোক ফুঁড়ে গোর ; স্বর্গেরও পাখিটি আসে ৷
কয় তিন আঁধারের কথা নষ্ট নিদেরও কানে ৷
কাঁদিস কেনরে শিশির শেফালিরও শোকে !?
ঝরে পড়াই নিয়তি যখন কষ্টেরও অরুণ প্রাতে!
হারিয়ে গেছে যে , ফেলে রেখে ছবি,
কালো পর্দাটা উল্টায় তবু হলুদও স্মৃতি !
উত্তর হারা প্রশ্নে আজ রক্তিম গোলাপ !
বরই পাতার জলে তব সিক্ত মাইয়্যাত !
কূল হারায় যেথা দুঃখেরও দরিয়া ,
সমাপ্তিরও নীরবতা ফুটায় চন্দ্রমল্লিকা !
হায় খর্জুর পাতা ! তবু থাকা বেঁচে !
ফুটবে বলে ড্যাফোডিল আবার উর্বশী ফাগুনে ৷