দিয়েছি স্বপনেরও নাম
হারকিউলিসের বার অভিযান ৷
তাকিয়ে রয় মিথিলার কন্যা;
জালরেরও পিছে ৷
গুন পরাবে বলে অটলও বিশ্বাস ধনু পিণাকে ৷
পাঞ্জা লড়ে হাত হৃদসিন্ধুর উতলে-উতলে ৷
ফেলে এসেছি মায়ারও একহাজার এক রাত্রির গল্প
মৃত্যুরও আগে ;
পড়েছে পদযুগল যখন তপ্ত অঙ্গারে !
মনে রাখবে কে নীলের শোক ?
খুফুর রাজ্যে যে শুধুই সেবোকির আরাধনা ৷
নামায় জোনাকি পূর্ণিমা রাহুরও অমাবস্যায় ৷
অজানায় ঝাপ দেয় পতঙ্গ জয়েরও নামে
এক হুতাশনী আকর্ষণে ৷
মাথা তুলে শীর প্রশ্নেরও ঘূর্ণিপাকে ;
ফুটবে বলে গোলাপ আবার ঊষর মুরুতে ৷
শুনি শুধু মনেরও কথা এই বিশ্বচরাচরে ৷
কান্নায় আঁকা হাসি প্রাণেরও সবুজ রঙে ৷
মুছে দেয় শোক কপোতেরও চোখ ৷
পড়তে-পড়তে দৌড়ের শেষ রিলে পরে
জলপাই পাতার মুকুট ৷
ট্র্যাজেডিরও শেষ অঙ্কের যবনিকা টানে বাহুবলী ৷
লাগে অমিতাভি পুলক শিখন্ডীরও পেখমে ৷
সাহসী বসন্ত সাজে চেরীরও বসনে ৷
শিখায়েছে ভালবাসা দুঃখেরও দহন ৷
ফুটে নীলঘন্টা বিষবৃক্ষেরও বন ৷
হাত বাড়ায় উদার আসমান বিধ্বস্ত জমিনে ৷
স্বর্ণযুগেরও বাতাস বহে নিঃস্তব্ধ মরমে ৷
দৃষ্টিরা হলো নীলকান্ত তব ধ্যানেরও সুভাষে ৷
পূর্ণতারও সাংগ্রিলায় শূন্যতা আজ হাসে ৷