ফুটায় গোলাপ যখন জেফিরেরও ফুৎকার
নিষ্ফলা ধূসরও বাগে ,
আঁকে আফ্রোদিতি সাত রঙেরও পট
দিবসেরও নীল মুর্র্যালে ৷
দেয় শিস কার্নিভ্যাল দ্রাক্ষালতারও কুঞ্জে
মিলনেরও বাসন্তী মোদকে ৷
সফেদ ধরাতল আজ শেফালীরও হাসি
শিশিরও সিক্ত প্রাতে ৷
যাযাবর পথটা সেজেছে বুটিকও বসনে
রঙিনা পাতারও বুননে ৷
কাশ-কামিনীতে হলো সুশোভিত বসুমতি
পার্সিফোনেরও মুক্তিতে ৷
পাতারও বংশি বাজায় চপলা বাতাস
পারবিত বনানীরও নির্জনে ৷
ছিটায় মার্জোরাম দর্পিত অবয়ব মঙ্গলে
শুদ্ধতারও অগ্নি লেলিহানে ৷
সপে কৃতজ্ঞতা প্রথম ফসলেরও নৈবেদ্য
উর্বশী ডিমিতিরেরও তরে ৷
সুখেরও হাসি তাকায় প্রিয়তমারও মুখে
উজ্জ্বলতম চাঁদোয়া রাতে ৷
শুনে ক্লান্ত হরষ বিদায়ী প্রহরেরও বিলাপ
শেষবিকেলেরও অস্তাচলে ৷
দেখা দিবে বলে লব্ধুক নিষ্প্রাণ রিক্ততায়
নিদ্রিত আগামীরও স্বপ্নে ৷